বাউফলে চড়া দামে বিক্রি করার অভিযোগে মুদি দোকানি ৪৯ বস্তা সারসহ আটক

0
376

পটুয়াখালী প্রতিনিধী: পটুয়াখালীর বাউফলে অবৈধভাবে ইউরিয়া সার মজুদ করে চড়া দামে বিক্রি করার অভিযোগে বাদল মল্লিক (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে ৪৯ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর-২০২০ ইং) দিবাগত গভীর রাতে উপজেলার আয়লা বাজারে পুলিশ অভিযান চালিয়ে এ সারসহ তাকে আটক করা হয়।


জানা গেছে, বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের আয়লা বাজারের মুদি ব্যবসায়ী বাদল মল্লিক সরকারি অনুমোদন ছাড়াই ইউরিয়া সার মজুদ করে বেশি দামে বিক্রি করছিলেন। এ খবর পেয়ে বগা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিবউল্লাহ নেতৃত্বে একটি টিম বুধবার দিবাগত গভীর রাতে ওই বাজারে অভিযান চালিয়ে ৪৯ বস্তা ইউরিয়া সার জব্দ করেন এবং বাদল মল্লিককে গ্রেফতার করেন ।
পুলিশ জানান জিজ্ঞাসাবাদে বাদল মল্লিক জানায়, স্থানীয় সারের ডিলার মিজানুর রহমান হিরনের কাছ থেকে তিনি ইউরিয়া সার এনে বিক্রি করেন।


এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান প্রতিবেদককে বলেন, এব্যাপারে বাদল মল্লিকের বিরুদ্ধে থানায় মামলা হয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eighteen + 20 =