কলাপাড়ায় ভারি বর্ষন চলছে,সমূদ্রবন্দর সমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

0
603

সৈয়দ মোঃ রাসেল: টুয়াখালীর কলাপাড়ায় ভারি বর্ষন চলছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন স্থানে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বুধবার ভোর রাত থেকে পটুয়াখালীর কলাপাড়ায় একটানা মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ এবং কোথাও কোথাও অতিভারী বর্ষণ চলছে। যা এখনো চলমান আছে। এছাড়া বরিশাল বিভাগের অনেক স্থানে মাঝারী থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার থেকে দেশের প্রায় সর্বোত্র কমবেশি বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টি চলমান থাকায় দাবদাহে অতিষ্ট মানুষজন সস্থী বোধ করছে। বৃষ্টির সাথে ঝড়ো বাতাস শুরু হয়েছে উপকূলীয় এই এলাকায়।

যার ফলে চট্টগ্রাম,কক্সবাজার,মংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নং স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজকে বৃহস্পতিবার কলাপাড়ায় বৃষ্টিপাতের পরিমাণ ৭১ মিঃমঃ।


সুস্পষ্ট লঘুচাপটি পরবর্তী নিম্নচাপ/গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপে পরিনত হলে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা ও তৎসংলগ্ন বাংলাদেশের সুন্দরবন উপকূলে হানা দিতে পারে। ফলে উপকূলিয় এলাকায় বৃষ্টি ও ঝড়ো বাতাসের পরিমাণ আরো বেড়ে যেতে পারে। তবে ঘূর্ণিঝড় সৃষ্টির বিষয়টি এখনো অনিশ্চিত।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen − eleven =