কলাপাড়ায় ফ্রান্সে কার্টুন চিত্র একে বিশ্ব নবী (সাঃ)কে অবমাননা করার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

0
629

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ফ্রান্সে কার্টুন চিত্র একে বিশ্ব নবী হযরত মুহম্মাদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির আয়োজনে এতিমখানা জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


এ সমাবেশে বক্তব্য রাখেন, ইমাম মোয়াজ্জিন কল্যাণ সমিতির কলাপাড়া পৌরসভার সভাপতি মাও.মো.মাসুম বিল্লাহ রুমি,সাধারণ সম্পাদক মাও.ফেরদাউসুল হক গাজী,ইমাম মোয়াজ্জিন কল্যাণ সমিতি কলাপাড়া পৌরসভার উপদেষ্টা হাফেজ মো.আল-আমিন সরদার,পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ও কলাপাড়া ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. ফিরোজ সিকদার,খেপুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাও.মো.সাইদুর রহমান,এতিমখানা জামে মসজিদের ইমাম মাও.মো.নিজাম উদ্দিন ফয়েজী প্রমুখ।

উপস্থাপনা করেন ইমাম মোয়াজ্জিন কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক হাফেজ মো.নাসির উদ্দিন। এসময় বক্তারা ফ্রান্সের পণ্য বর্জন ও ফ্রান্সের প্রেসিডেন্টকে মুসলিম জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × 1 =