ইসলামী ব্যাংক এর কর্মকর্তা সিঙ্গাপুরে বিয়ের প্রলোভণ দেখিয়ে গ্রাহকের অর্থ আত্নসাৎ

0
790

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, নারী ও শিশু নির্যাতন ,মাদক, সন্তাস, অর্থ আত্নসাৎ, অর্থ পাঁচার, নারী পাঁচারকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। স্বরাষ্ট মন্ত্রী বলেছেন, অপরাধী যতই ক্ষমতাধারী হউক না কেনো কাউকে ক্ষমা করা হবে না ।এই সুদ্বাচার উক্তিকে উপেক্ষা করে এক শ্রেনী দুর্নীতিবাজ ক্ষমতাকে অপব্যবহার করেই চলেছেন।

ইসলামি ব্যাংক এর এক কর্মকর্তা মনিরুজ্জামান তিনি ইসলামি শরীয়ত মোতাবেক পরিচালিত। ইসলামি মতবাদের বিশ্বে ইসলামি ব্যাংকের শাখার ভাবমূর্তী ক্ষুন্ন করছেন। ইসলামী ব্যাংক এর কর্মকর্তা সিঙ্গাপুরে গ্রাহক সোনিয়া আক্তারকে বিয়ের প্রলোভণ দেখিয়ে অর্থ আত্নসাৎ এবং অগনিত নারীদের অভিযোগ তিনি অর্থলোভি, নারী ও মাদকাসক্ত, গ্রাহকের অর্থ আত্নসাৎ এবং নারী পাচার ইত্যাদি অভিযোগ আছে বলে জানা গেছে । ভুক্তভূগীরা প্রেস ক্লাবের সামনে তার বিরুদ্বে মানব বন্ধন করবে বলে জানিয়েছেন ।

কোন ভুক্তভূগী তার দ্বারা প্রতারিত, অর্থ আত্নসাৎ, সম্ভ্রমহানী হয়েছেন, মান সম্মানের ভয়ে কাউকে কিছু বলতে পারছেন না।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

15 + one =