বিএসএমএমইউতে টিচার্স লাউঞ্জের উদ্বোধন

0
381

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া যথাযথ স্বাস্থ্যবিধি মেনে টিচার্স লাউঞ্জ ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় আমাদের সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশবাসীর প্রতি মুখে মাস্ক ব্যবহারসহ যেসব স্বাস্থ্যবিধির নির্দেশনা দিয়েছেন তা অবশ্যই সবাইকে মেনে চলতে হবে এবং অন্যদেরও এ ব্যাপারে উৎসাহিত করতে হবে।’

শনিবার (৭ নভেম্বর) বিএসএমএমইউ’র বি-ব্লকের দ্বিতীয় তলায় সংস্কার-পরবর্তী টিচার্স লাউঞ্জের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ভূঁইয়া, কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ,

নিউরোলজি বিভাগের চেয়ারম্যান ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবু নাসার রিজভী, টিচার্স লাউঞ্জ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডা. মো. আবুল হাসনাত জোয়ারদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, গ্রন্থাগারিক অধ্যাপক ডা. মো. হারিসুল হক, টিচার্স লাউঞ্জ ম্যানেজমেন্ট কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. আবু তাহের, প্রধান প্রকৌশলী এ কে এম হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × 4 =