কলাপাড়ায় সবজি ও ফল ব্যবসায়িদের খাদ্যের পুষ্টিগুন ও নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষন

0
413

সৈয়দ মোঃ রাসেল পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সবজি ও ফল ব্যবসায়িদের খাদ্যের পুষ্টিগুন এবং নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। ইউএস এ আইডি এর অর্থায়নে এ্যাবট এ্যাসোসিয়েট’র সার্বিক সহযোগীতায় বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা অডিটরিয়ামে ফিড দ্যা ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি, ঢাকা আহছানিয়া মিশন এ প্রশিক্ষনের আয়োজন করে।

সামাজিক দুরত্ব বজায় রেখে এতে পৌর শহেরর প্রায় ৩০ জন শাক সবজি ও ফল ব্যবসায়িরা অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার চিন্ময় হাওলাদার। প্রশিক্ষক হিসিবে উপস্থিত ছিলেন ফিড দ্যা ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি, ঢাকা আহছানিয়া মিশন’র টেকনিক্যান ডিরেক্টর মো. সাইফুল ইসলাম।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আউটরীচ কো-অরডিনেটর মো. শরিফুল ইসলাম, আর এমএস ডিও মোনায়েম হোসেন, এরিয়া স্পেশালিস্ট মো.ফারুক আহমেদ,কলাপাড়া উপজেলা আউটরীচ স্পেশালিস্ট মো. কুদরত আলী বেপারী প্রমুখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

18 + 18 =