দালালের সঙ্গে যোগসাজশ, ডিএনসিসির দুই কর্মচারী বরখাস্ত

0
415

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজারের দফতর থেকে দুই দালালকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেফতারকৃতরা হলেন- আব্দুর রহমান ও মোহাম্মদ সাব্বির আলম।

সোমবার (১৪ ডিসেম্বর) দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের একটি টিম তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে নগদ অর্থ, লাইসেন্স ও লাইসেন্স নবায়নের বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

এদিকে গ্রেফতার দালালদের সঙ্গে যোগসাজশের প্রমাণ পাওয়ায় দুই কর্মচারীকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি। তারা হলেন- ডিএসসিসির লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার মো. সেলিম ও মো. দৌলত।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএসসিসির লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার মো. সেলিম ও মো. দৌলতের দফতর থেকে দুইজনকে গ্রেফতার করেছে দুদক।

এ দুই কর্মচারীর সঙ্গে দালালদের যোগসাজশের প্রমাণ পাওয়া গেছে। এ জন্য তাদের তাৎক্ষণিকভাবে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two + eighteen =