কাজিপুর পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মেয়র পদে আব্দুল হান্নান তালুকদার মহিলা কাউন্সিলর-১ কাউন্সিলর-১ নির্বাচিত

0
510

মোঃ শফিকুল ইসলাম কাজিপুর প্রতিনিধিঃ বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। ‍উক্ত নির্বাচনে মেয়র পদে ৩ জন প্রতিদ্বন্দ্বি মনোনয়ন পত্র দাখিল করেন। কিন্তু অন্য দুই জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করায় নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া মহিলা কাউন্সিলর পদে সংরক্ষিত মহিলা আসনে (৭,৮ও ৯) নং ওয়ার্ডের প্রতিদন্ধী প্রার্থী না থাকায় মনোয়ারা খাতুন এবং সাধারণ কাউন্সিলর পদে ৮নং ওয়ার্ডে আল ফাইদ মঞ্জুর (সোহেল) নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার ২৯ ডিসেম্বর প্রার্থীতা প্রতাহারের শেষ দিন সকাল ১১টায় রিটার্নিং অফিসার ইউএনও জাহিদ হাসান সিদ্দিকীর নিকট ৮নং ওয়ার্ডে ০৩ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন জানিয়েছে এবং তা গৃহিত হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুল হকে এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া কাজিপুর পৌরসভা নির্বাচনে সংরক্ষিত দুটি মহিলা আসনে (১, ২ ও ৩) নং ওয়ার্ডে এবং (৪, ৫ ও ৬নং) ওয়ার্ডে মোট ০৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ০৮টি ওয়ার্ডে মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × one =