মিঠাপুকুরে ইট ভাটায় ১০ লক্ষ টাকা জরিমানা

0
431

জাকির হোসেন সুজনঃ রংপুরের মিঠাপুকুরে ইটভাটায় ১০ লক্ষ টাকা জরিমানা জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট।পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন কার্যক্রমসহ নানা অনিয়ম থাকার দায়ে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। (২৯ ডিসেম্বর) মঙ্গলবার মিঠাপুকুর উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে ১০ লাখ অর্থদণ্ড দিয়েছে জেলা প্রশাসন,রংপুর এর মোবাইল কোর্ট। মিঠাপুকুর উপজেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন জেলা প্রশাসন,রংপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

রংপুর জেলার সকল উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ বিভিন্ন কার্যক্রম বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযানে র্যাব-১৩,পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস সহযোগিতা করে। তিনি আরো বলেন, নির্দেশনা অমান্য করে ইটভাটা পরিচালনা,পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনার অপরাধে ৬ টি ইটভাটার মালিককে ১০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ইটভাটাগুলোর নাম হলো এম এইচ বি, এ এফ টি, আর ডি এস, বি বি এ, এম টি এস ও এ এস বি এস,এছাড়া কয়েকটি ইটভাটায় পরিবেশের জন্য ক্ষতিকর স্থাপনা ও অবৈধ স্থাপনা ধ্বংস করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 − 9 =