তারাগঞ্জে সরকারী রাস্তা ও খাস জমি আজও প্রভাবশালী ভূমি গ্রাসীদের দখল মুক্ত হয় নাই

0
542

মোফাচ্ছের হোসেন বাবুল তারাগঞ্জ: রংপুর জেলা তারাগঞ্জ থানা ২নং কুর্শা ইউনিয়ন, কুর্শা মৌজা জে, এল নং-৪৪, খতিয়ান নং-১, সাবেক দাগ নং-১৯৯৫, হাল দাগ নং-১৯৯৫, সাবেক দাগ নং-২০১০, হাল দাগ নং-২০০৩, শ্রেণী রাস্তা, জনগনের জরুরী প্রয়োজনীয় সরকারী রাস্তা ভূমি গ্রাসীগন কেটে চাষ উপযোগী করিয়া নিজ মালিকানা সম্পত্তি দাবি করিতেছে বলে জানা যায়। রাস্তার দুই ধারে প্রভাবশালী দখলদারগন মৃত কফিল উদ্দিন গং, কাজি জাহিদ, শরিফ উদ্দিন, মৃত আলেফ উদ্দিন গং, পেন্দু মামুদ, হাজি আ: জব্বার, শহিদুল, মোক্তার, বগড়া, বল্টু বলে এলাকাবাসী সুত্রে জানা যায়। জনবহুল এলাকায় ৯৫ ভাগ কৃষক। আবাদী ফসল বহনকারী, ব্যাটারী চালিত ভ্যান ইঞ্জিন চালিত ট্রলি ব্যবহারের রাস্তা না থাকায় অধিক খরচে কৃষি ফসল বাড়িযাত করিতে হয়। এবং সময় মত কৃসি ফসল বাড়ি নিতে না পারিলে অনেক ফসল জমিতে নষ্ট হয়ে যায়। এলাকাবাসী অনুসন্ধানী টিমকে জানায় ০৫ নং সয়ার ইউনিয়ন শ্যামগঞ্জ মৌজায় ১০ভাগ ভূমিহীন মানুষ, তাহারা কেহ স্কুলের জমিতে, কেহ দেবত্তরের, কেহ অন্যের জমিতে রোদ-বৃষ্টির পানি হইতে বেচে থাকার জন্য কোনো রকমে ঘর স্থাপন করিয়া মানবেতর জীবন কাঠাচ্ছে। এদিকে কুচক্রি, হীনস্বার্থ চরিতার্থী, অর্থলোভী শ্রী বিকাশ শিং প্রায় ১০০ শতাংশ খাশ জমি  জে, এল নং-০৯, খতিয়ান নং-১/১, সাবেক দাগ নং-৯৩, হাল দাগ নং-৭৬, সাবেক দাগ নং-৯৩, হাল দাগ নং-৭৭।

ইউনিয়ন কমিশনার ভূমি এর নিকট হইতে সামান্ন অর্থে নিজ প্রভাবে লিজ প্রদত্ত হইয়া মোটা টাকার বিনিময়ে বন্দক রাখিয়াছে এবং অন্নান্য দাগের খাস জমি সাবেক দাগ নং-৯৫, হাল দাগ নং-৭৯, সাবেক দাগ নং- ১৬৪, হাল দাগ নং-১৯৪, সাবেক দাগ নং- ৯৫১, হাল দাগ নং-২২৫, সাবেক দাগ নং- ১০৩, হাল দাগ নং-২২৭, সাবেক দাগ নং- ০৮, হাল দাগ নং-২০৪, সাবেক দাগ নং- ৪৩৯, হাল দাগ নং-২৭৯, শ্রেণী দাঙ্গা।

জমিগুলো অপরাপর বন্ঠন করিয়া ভোগ করিতেছে এবং জন প্রয়োজনীয় রাস্তা উক্ত মৌজায় খতিয়ান নং-১, সাবেক দাগ নং- ৪৪০, হাল দাগ নং-২৭৫, শ্রেণী রাস্তা। আব্দুল আউয়াল ভোগ করিতেছে। সাবেক দাগ নং-৪৬, হাল দাগ নং-০২, সাবেক দাগ নং-৩১০, হাল দাগ নং-৬৮, অন্নান্য ব্যক্তিগন ভোগ করিতেছেন।

উল্লেখিত সরকারী রাস্তা ও খাস জমি ভূমি গ্রাসীদের দখল মুক্ত ও রাস্তা পুনর নির্মানের জন্য গন স্বাক্ষরিত লিখিত আবেদন নির্বাহি কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) তারাগঞ্জ উপজেলা এবং ০৫ নং সয়ার ইউ, পি ০২ নং কুর্শা ইউ, পি এর চেয়ারম্যান বরাবর গত-০৪-০১-২০২১ইং তারিখ ডাকযোগে প্রেরন করা হইয়াছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eleven − six =