মুক্তিযুদ্ধ নিয়ে প্রামান্যচিত্র মুক্তিযোদ্ধা পরিক্রমায় সংবাদ প্রকাশে তথ্য আহ্বান

0
596

একাত্তরের মুক্তিযুদ্ধ ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়ীক বাঙালী জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্জন। এখনো রয়ে গেছে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জল ইতিহাসের অনেক অজানা তথ্য।

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ এস এম মোরশেদ সম্পাদক ও প্রকাশক “সাপ্তাহিক অপরাধ বিচিত্রা”। বীর মুক্তিযোদ্ধা ও মহান স্বাধীনতা যুদ্ধের সংগঠকদের নিয়ে সংবাদ প্রকাশ করে যাচ্ছে। আগামীতেও মুক্তিযোদ্ধা পরিক্রমা প্রামান্য চিত্র প্রকাশ করবে ধারাবাহিক ভাবে।

এ সাহসী উদ্যোগে আপনিও হতে পারেন মুক্তিযুদ্ধের চেতনায় আপনার এলাকার মুক্তিযুদ্ধ চলাকালীন উল্লেখযোগ্য ঘটনা, যুদ্ধের বর্ণনা, বীর মুক্তিযোদ্ধাদের নাম ও বীরত্ব কাহিনী, দুর্লভ চিত্র, যুদ্ধের পরোক্ষ বা প্রত্যক্ষভাবে অংশ নেওয়া অন্য কারো ভূমিকা ও তাদের পরিচয় তথ্যচিত্র প্রতিবেদন “অপরাধ বিচিত্রা” ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।  প্রকৃত মুক্তিযোদ্ধাদের গৌরবোজ্জল  সাফল্যেও খবর  তুলে ধরতে  আমরা কলমযোদ্ধারা প্রতিশ্রুতিদ্ধ।

তথ্য পাঠাবার ঠিকানা:

মর্ডাণ ম্যানশন, ১৫ তলা, ৫৩ মতিঝিল, ঢাকা-১০০০।

ফোন: ০২৯৫৭০৯৩৩

U.jpg       : aparadbichitra.tv

Web: www.aparadhbichitra.com

E-mail:infoaparadbichitra@gmail.com

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 − fourteen =