পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নীলক্ষেত অবরুদ্ধ

0
683

আরিফুল ইসলাম : নির্দিষ্ট সময়ে পরীক্ষা না হওয়ায়  পরীক্ষার দাবিতে সাইন্সল্যাব অবরুদ্ধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা।

আজ সকাল নয়টায় নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা এ আন্দোলন  শুরু করে।

এসময় পরীক্ষার্থীরা দাবি করে বলেন, যতক্ষণ না পর্যন্ত আমাদের পরীক্ষার সময় উল্লেখ করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো।

দেখা যায় সকাল থেকেই নীলক্ষেত মোড়ে অবস্থানস্থান নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে  তারা ঢাকা কলেজের সামনে কিছুক্ষণ অবস্থান করে।

  ঘটনাস্থলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এলে  শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন ঢাকা কলেজের প্রিন্সিপাল। এরপর তিনি  নীলক্ষেত মোড় থেকে হেঁটে ঢাকা কলেজে প্রবেশ করেন।

এসময় শিক্ষার্থীরা  প্রিন্সিপালকে ঢাকা কলেজে প্রবেশ করিয়ে  সেখানে তারা কিছুক্ষণ অবস্থান করে। তারপর সাইন্সল্যাবের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যায় এবং সেখানে তারা অবস্থান নেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

13 − 13 =