মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

0
562

আজ ৮ মার্চ ২০২১ সোমবার  সকাল ১১টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে নারী সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি কর্মসূচী অনুষ্ঠিত হয়। সংগঠনের সভানেত্রী সালেহা ইসলাম শান্তনার সভাপতিত্বে গার্মেন্টস নেত্রী হিরা মনি এর পরিচালনায় বক্তব্য রাখবেন জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক  মোঃ নুরুল আমিন, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক  মোঃ আল-আমিন, প্রচার সম্পাদক ফাতেমা আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন,  দপ্তর সম্পাদক রুমা আক্তার রিতা, মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার বিউটি,

গাজীপুর জেলা সভাপতি  মোঃ মোর্শেদ আলী, ঢাকা উত্তর মহানগরের প্রচার সম্পাদক নুর নাহার সাথী, সাংগঠনিক সম্পাদক রেশমা আক্তার প্রমূখ। বক্তারা বলেন, গার্মেন্টস শ্রমিকরা করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে মিল কারখানায় কাজ করে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন।

অথচ গার্মেন্টস শ্রমিকরা মানবতার জীবন-যাপন করছেন। করোনার অজুহাতে তাদেরকে কর্মচ্যুত করছে, বিনা নোটিশে ছাঁটাই করছে, মাসিক বেতন, ওভার টাইম, বকেয়া বেতন নিয়ে তালবাহানা করছে। কথায় কথায় কারখানা লে-অফ ঘোষণা করছে।

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, গার্মেন্টস শ্রমিকদেরসহ সকল শ্রমজীবীদের জন্য করোনা ভ্যাকসিন রেজিষ্ট্রেশন সহজ করা হোক। বক্তারা আরো বলেন, আন্তর্জাতিক নারী দিবসে নারীর আত্মমর্যাদা ও সম অধিকারের ঘোষণা দেওয়া হলেও আমাদের দেশে কর্মজীবী নারীরা তা হতে বঞ্চিত।

গার্মেন্টস শ্রমিকের কর্মস্থলে ধর্ষন, নির্যাতন ও সহিংসতা অব্যাহত রয়েছে। নেতৃবৃন্দ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে দেশের সর্বস্তরের নির্যাতিত নারীদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই-সংগ্রাম করার আহবান জানান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 + 9 =