সুনামগঞ্জে নামাজে দাড়ানো নিয়ে দু‘পক্ষের সংঘর্ষে নারীসহ আহত অর্ধশতাধিক

0
332

মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ থেকে:

সুনামগঞ্জে মসজিদে নামাজে দাড়ানোর ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় নারীসহ উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ১০জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ২২জনকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে আজ সোমবার (১৯ এপ্রিল) বিকেলে জেলার ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের সাউদেরগাঁও গ্রামে

পুলিশ এলাকাবাসী সূত্রে জানা গেছেগত শুক্রবার সাউদেরগাঁও গ্রামের মসজিদে জুম্মার নামাজের লাইনের দাড়ানো নিয়ে ওই গ্রামের মৃত কলমদর খানের ছেলে দৌলত খান মৃত রশিদ মিয়ার ছেলে আজাদ মিয়ার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয় এঘটনার পরপর মসজিদে উপস্থিত মুসল্লিরা তাৎক্ষনিক ভাবে বিষয়টি সমাধান করে দেয় কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবত আজাদ মিয়া দৌলত খানের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল

আজ সোমবার (১৯ এপ্রিল) বিকেলে সেই অনাকাংখিত ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রায় ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের উভয়পক্ষের নারীসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে বলে জানাগেছে

ছাতক থানার ওসি নাজিম উদ্দিন এঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেনসংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রলে আনে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের মামলা দায়েরের প্রস্তুতি চলছে

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

6 − 4 =