ট্রিপল নাইনে ফোন দিয়ে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেলেও-এখনও হুমকিতে সেই পরিবারটি

0
406

দুমকী পটুয়াখালী প্রতিনিধি: গত ২৪ মে পটুয়াখালীর দুমকিতে জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে-এ ফোন করে পুলিশের সহযোগিতা নিয়ে সৎ ভাইদের মারধর ও জিম্মি করা থেকে উদ্ধার হয় মোঃ ইউনুস মৃধা ও তার স্ত্রী ফাতেমা বেগম। ভুক্তভোগী মোঃ ইউনুস মৃধা অভিযোগ করে বলেন গত ২৪ মে সকাল ৯ টার দিকে আমার সৎ ভাইরা আমাকে ও আমার স্ত্রীকে হত্যার উদেশ্য আক্রমণ করে, আক্রমণ থেকে আমরা জীবন বাঁচাতে বাসার ভিতরে আশ্রয় নেই।কিন্তু তারা আমার বাসার দুটি গেট ঙেগে ভিতরে প্রবেশ করে দরজার উপরে একাধিক কোপ দেয় এবং আমার নির্মাণাধীন দেয়াল ঙেগে ফেলে দেয়। কোন উপায় না পেয়ে আমি আমার ছেলেকে জানাই, ছেলে ঢাকা থেকে ট্রিপল নাইনে ফোন দিলে দুমকি থানার পুলিশ এসে আমাদের রক্ষা করে ও জিম্মি থেকে উদ্ধার করে।

কিন্তু পুলিশ চলে যাওয়ার পর থেকে তারা আমাকে হত্যার হুমকি দিয়ে আসতেছে, আমি এখন জীবনের নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কিত।

তবেঁ হামলা-জিম্মি ও হুমকির বিষয়ে অভিযুক্ত কবির মৃধার সাথে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ মিথ্যা বলে দাবী করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

14 − 1 =