ধামরাইয়ে রেডিসন ক্যাসল লিমিটেডের ডাইয়িংয়ের পানিতে গাজিখালী নদী দুষিত হচ্ছে

0
1458

ধামরাই(ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে রেডিসন ক্যাসল লিমিটেড ফ্যাক্টারীর ডাইয়িংয়ের কেমিক্যাল মিশ্রিত পানিতে গাজিখালী  নদী দুষিত হচ্ছে। জানাগেছে , ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর  এলাকায় রেডিসন ক্যাসল লিমিটেডের ডাইয়িংয়ের দুষিত কেমিক্যালে গাজিখালী নদীর পানি নষ্ট হচ্ছে। কেমিক্যাল মিশ্রিত পানির দুর্গন্ধে পার্শ্ববতী ২০ টি গ্রামের মানুষ বাড়িতে থাকতে পারছেনা । ধামরাইয়ে ধাইরে গ্রামের সালাম নেংটা বলেন, বিগত ১০ বছর আগে ও এই নদীর পানি গোসল সহ গৃহস্থলী কাজে ব্যবহার হত । এখন এই গাজিখালী নদীর পানি ব্যবহারে অযোগ্য শূধু এই ফ্যাক্টরীর ডাইয়িংয়ের দুষিত পানির কারনে।

Exif_JPEG_420

রেডিসন ক্যাসল লিমিটেডের সহকারী এডমিন অফিসার আবদূল্লা আল মামুন এ প্রতিবেদককে বলেন, আমাদের ই, টি, ভি প্ল্যান আছে তা আমরা ব্যবহার করছি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × five =