কুড়িগ্রামের রৌমারীতে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে

0
386

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: করোনার উপসর্গ নিয়ে সহিদুর ইসলাম (৬৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। সে হরিণধরা মধ্যপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে বলে জানা যায়। পরিবার সুত্রে জানা গেছে, সহিদুর কর্মস্থল দিনাজপুরে কয়েক দিন থেকে সর্দি,কাশিঁ,গলাব্যথাসহ সম্পর্ণ শরীরে ব্যথায় অসুস্থ হয়েছিল। গত শনিবার কর্মস্থল থেকে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে আসেন। পরের দিন রবিবার অসুস্থ হলে তাকে রৌমার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে  চিকিৎসা নিয়ে বিকালের দিকে বাসায় চলে যান। ভোররাতে সে নিজ বাড়িতেই মারা যান।

এবিষয়ে রৌমারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোক্তারুল ইসলাম সেলিম বলেন, অসুস্থ আব্দুল সহিদুরকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান জানান, ঘটনাস্থলে  উপসহকারি কমিশনার (ভূমি)কে পাঠানো হয়েছিল। তিনি ওই এলাকায় সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে এবং রিপোর্ট না আসা পর্যন্ত পরিবারগুলিকে বাড়ি থেকে বাহিরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

seventeen − 15 =