ধামরাইয়ে কুশুরা ভুমি অফিসে নামজারি জমাভাগে তহশিলদারের ঘুষ দাবি : অসহায় জমির মালিক

0
748

ধামরাই ( ঢাকা ) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে কুশুরা ভুমি অফিসে নামজারি জমাভাগে জমির মালিকের কাছে তহশিলদার  মোটা অংকের ঘুষ দাবি করেছে । জানাগেছে , ধামরাই উপজেলার কুশুরা  ইউনিয়ন ভুমি অফিসে ৮৫০৬/২০-২১ নং নাম জারি জমাভাগের ফাইল কাগজ পত্র সব ঠিক  থাকা সত্বে ও জমির মালিক আব্দুল হামিদ কাছে ভুমি সহকারি কর্মকতা ( তহশিলদার ) মমতাজ বেগম স্বাক্ষর করতে মোটা অংকের ঘুষ দাবি করেন । ঘুষের দবিকৃত টাকা মিটাতে না পারায় ঐ জমাভাগের ফাইলটি নামঞ্জুর করে উপজেলা ভুমি অফিসে পাঠান। এতে অসহায় হয়ে পরেছে নিরিহ জমির মালিক আব্দুল হামিদ। এ দিকে কুশুরা ভুমি অফিসে প্রতিনিয়ত জমির মালিকরা নানা ভাবে হয়রানি হচ্ছে তহশিলদার মমতাজ বেগমের যোগদানের পর থেকে। এই তহশিলদারের রয়েছে  নিযুক্ত মনির , ফরহাদ, শাহীন , সাইফুল, দেলোার হোসেন সহ কয়েক জন দালাল । তাদের দিয়ে ভুমি অফিসে ভিতরে করে যাচ্ছে দুনির্তী, অনিয়ম ও ঘুষ বানিজ্য । 

জমির মালিকরা ভুমি অফিসে  কাজে গেলে  কোন ব্যাক্তিকে তোয়াক্কা না করে উল্টো তাদের  উপর দাপট দেখান  তহশিলদারের নিযুক্ত দালালরা।  তহশিলদার  মমতাজ বেগমের ক্ষমতার উৎস কোথায় তা এখন ধামরাই বাশীর প্রশ্ন ।

এ ব্যাপারে ভুমি সহকারি কর্মকর্তা ( তহশিলদার ) মমতাজ বেগমের  সাথে যোগা যোগ করা হলে তাকে পাওয়া যায়নি ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

12 − 12 =