লালমাইয়ে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
520

মোস্তফা কামাল মজুমদার: ১৫ই আগষ্ট রবিবার সকাল ৯ টায় লালমাই উপজেলার সামনে উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ পরিবারের নিহত সকলে প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মালেক, উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব, সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি,লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার,  মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল হক প্রমুখ। এছাড়াও উপজেলার স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ১০টায় লালমাই উপজেলা অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব এঁর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মালেক, মাননীয় অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব বাবু কল্যাণ মিত্র সিংহ রতন ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি, লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার , মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম।

আরো উপস্থিত ছিলেন লালমাই শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মোঃ বাহারুল আলম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন।এসময় উপজেলার ১০ জন শিল্পীদের মাঝে সরকারি প্রনোদনার চেক হস্তান্তর করা হয়। উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণ,কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা,চিত্রাংকণ, দেশাত্মবোধক গানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা গণস্বাস্থ্য অফিসার মোঃ সাইফুল ইসলাম।
বাগমারা দক্ষিণ ইউনিয়নের লাকসাম রোড হতে জয়নগর প্রমথ সিংহের বাড়ী পর্যন্ত ১ কিলোমিটার রাস্তায় বৃক্ষ রোপণ করা হয়।উপজেলার ৯টি ইউনিয়নে ৯ হাজার ৫ শতাধিক বৃক্ষ রোপণ করা হয়।

বৃক্ষ রোপণ কর্মসূচীতে উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মালেক, মাননীয় অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব বাবু কল্যাণ মিত্র সিংহ রতন ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি, লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত আলহাজ্ব আবদুল মতিন মোল্লা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার , মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম,বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোঃ লোকমান হোসেন, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল বাশার প্রমুখ।

 দুপুর ১২ টায় মুজিব বর্ষ উপলক্ষে সরকারের আশ্রয় প্রকল্প উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের রায়পুরে জাতীয় শোক দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোরআন খতম,দোয়া – মাহফিল ও আলোচনা সভা এবং বৃক্ষ রোপণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ও কুমিল্লার অঞ্চলের উপ পরিচালক (ডিডিএলজি) মোহাম্মদ শওকত উসমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, মাননীয় অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব বাবু কল্যাণ মিত্র সিংহ রতন, সহকারী কমিশনার ভূমি তাজমিন আলম তুলি, লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভারপ্রাপ্ত  আলহাজ্ব আবদুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মোঃ মাসুদুর রহমান ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম,উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব প্রমুখ।

আশ্রয় প্রকল্পের ৩২টি পরিবারের ১২৬ জন নারী,পুরুষ ও শিশুদের মাঝে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।বিকাল ৪ টায় লালমাই উপজেলা প্রাঙ্গণে উপজেলার  ৯ টি ইউনিয়নের গ্রাম পুলিশের জন্যে ১৮ টি বাইসাইকেল বিতরণ করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ও কুমিল্লা অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ শওকত উসমান ও উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব।

এসময় স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ও কুমিল্লা অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ শওকত উসমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বহিঃ বিশ্বে পালিয়ে থাকা খুনীদের ফিরিয়ে এনে ফাঁশি দেওয়া হবে। পৃথিবীর ইতিহাসে জঘন্যতম নারী,পুরুষ, শিশু এমনকি অন্তঃসত্ত্বা নারীদের হত্যাকান্ডে ইন্ধন দাতা ও খুনীদের যারা পুরস্কৃত করেছে এবং ইনডেমনিটি আইন করে হত্যার বিচার বন্ধ করা সকলকে শাস্তির আওতায় আনতে সরকার কমিশন গঠনের মাধ্যমে বিচার সম্পূর্ণ করা হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

8 + fifteen =