চট্টগ্রাম বিআরটিতে ঘুষ ছাড়া মিলেনা ড্রাইভিং লাইসেন্স

0
650

এম এ মান্নান: চট্টগ্রাম বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম সার্কেলে ড্রাইভিং লাইসেন্স পেতে ভোগান্তির যেন শেষ নেই। একটি ড্রাইভিং লাইসেন্স অতিরিক্ত টাকা না দিলে চার থেকে পাঁচবার ধরণা দিতে হচ্ছে বিআরটিএ অফিসে। চাহিদা মতো ঘুষ না দিলে কিংবা দালাল ছাড়া ড্রাইভিং লাইসেন্স পেতে হলে পদে পদে ভোগান্তির শিকার হতে হচ্ছে লাইসেন্সপ্রত্যাশীদের। লিখিত, মৌখিক ও ফিল্ড (মাঠ) টেস্ট পরীক্ষায় পাস করার পর নির্ধারিত ফি এর বাহিরে গুণতে হয় ৪০০০-৫০০০টাকা নাদিলে পরীক্ষা ফেল করতে হয়। অতিরিক্ত টাকা না দিয়ে ৫বার পরীক্ষা দিলেও পাশ করা সম্ভব নয় বলে দাবী করেন ভোক্ত ভোগী নিরব প্রামাণিক তিনি সাপ্তাহিক জনতার দলিলকে জানান আমি চট্টগ্রাম মাদার বাড়ি আলম ট্রান্সপোর্টে নিয়মিত চালক হিসেবে গাড়ি চালাচ্ছি আমি অতিরিক্ত টাকা না দেওয়াতে দুইবার ফেল করতে হয়েছে অতছ আরেক পরীক্ষার্থী সম্রাট গাড়ি চালাতে না পেড়ে ও পরীক্ষায় পাস করে বলে অভিযোগ করেছেন তিনি। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য সরাসরি ছবি তোলা ও আঙুলের ছাপ দেওয়ার সিরিয়াল পেতেও দিতে হচ্ছে উৎকোচ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty + fourteen =