হবিগঞ্জের মাধবপুরে মাদক দিয়ে গ্রেফতারের প্রতিবাদে এস আই দেবাশীষ তালুকদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে দুইজন নারী

0
427

স্টাফ কোয়ার্টারঃ সোমবার দুপুরে মাধবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের আলাউদ্দিন মিয়ার স্ত্রী আছমা বেগম জানান, গত ১৭ সেপ্টেম্বর তার ছেলে রুবেল মিয়াকে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই দেবাশীষ তালুকদার কুদ্দুস মিয়ার দোকানের সামনে থেকে ধরে ধর্মঘর বাজারে নিয়ে যায়, সেখানে তার পকেটে ১ হাজার পিছ ইয়াবা রেখে রুবেলকে গ্রেফতার করে। যেখানে তাকে গ্রেফতার করা হয় সেখানে কোন লোকজনকে দেখানো হয়নি। তার কাছে ইয়াবা ট্যাবলেট পাওয়া গিয়েছে। চৌমুহনী বাজারের উত্তর পাশে নিয়ে স্বীকারোক্তি দেওয়ার জন্য কঠিনভাবে শারিরীক নির্যাতন করে।

দেবাশীষ তালুকদার, মেম্বার মামুনকে বলে রুবেলের কাছে ১ লক্ষ টাকা পাওনা। টাকা না দিলে তার  পিতা  ও ছেলের নামে ১০ টি মামলা দিবে।

অপরদিকে সংবাদ সম্মেলনে আলীনগর গ্রামের আলাউদ্দিন ওরফে তোফাজ্জল মিয়ার স্ত্রী শামিমা বেগম জানান, তার স্বামীর নামেও মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

 অপরাধ বিচিত্রা পত্রিকার পক্ষ থেকে এস আই দেবাশীষ তালুকদারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন যে ঘটনাটি সঠিক নয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two + eight =