নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি

0
840

নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনাইটেড প্রোগ্রেসিভ এ্যালায়েন্স (বিইউপিএ)।

মঙ্গলবার (৫ অক্টোবর ) সন্ধ্যা ৬ টায় রাজধানীর তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদে জোটের এক মতবিনিময় ও জরুরী সভায় এ দাবি জানান জোট নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন বাংলাাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান ও জোটের চেয়ারম্যান জনাব আশরাফ আলী হাওলাদার।

বক্তব্য রাখেন প্রগতিশীল গণতান্ত্রিক ফ্রন্ট (পিডিএফ) এর আহ্বায়ক ও জোটের সমন্বয়কারী এস. এম. হেমায়েত উদ্দিন, পঞ্চায়েত পার্টির চেয়ারম্যান ও মুখপাত্র রহিম শেখ, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক নাকিবুল হক, সদস্য আমিনুল হক প্রমুখ।

সভায় জোট নেতৃবৃন্দ বলেন, “আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। নিবন্ধিত ও অনিবন্ধিত সকল রাজনৈতিক দলের সাথে সংলাপ করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। সকল রাজনৈতিক দলের সহজ শর্তে নিবন্ধনের ব্যবস্থা করতে হবে। দুনীর্তিমুক্ত দেশ গড়তে হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × 4 =