ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যব¯’াপনা বিষয়ককর্মশালা অনুষ্ঠিত

0
360

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যব¯’াপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায় অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা’র সঞ্চালনায় কর্মশালায়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনিছুর রহমান তালুকদার, প্রকল্প পরিচালক মো. জিয়া হায়দার, জেলা কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের উপ-পরিচালক একেএম মহিউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহফুজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী।

এছাড়া বক্তব্য রাখেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি খন্দকার মিজানুর রহমান মামুন, মৎস্যজীবী মো. ধলা মিয়া, দশমিনার আড়ৎদার মাইনুল ইসলাম মাঝি প্রমুখ।

কর্মশালায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যব¯’াপনা প্রকল্পের সহকারী পরিচালক শামসুল আলম পাটোয়ারী। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ। কর্মশালায় মৎস্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী, সংবাদিকসহ ২০০ প্রতিনিধি অংশগ্রহন করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 − 3 =