কুয়াকাটায় ৭টি পাখি অবমুক্ত করলো বন বিভাগ

0
290

পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে বিভিন্ন প্রজাতির ৭টি পাখি আকাশে উড়িয়ে অবমুক্ত করলেন মহিপুর বনবিভাগ। মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকায় খাঁচা থেকে পাখি গুলো অবমুক্ত করা হয়।

পটুয়াখালী বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, খুলনা থেকে একটি চক্র বিভিন্ন প্রজাতির ৬টি পাখি অনলাইনে পটুয়াখালীতে বিক্রি করে। সেই পাখিগুলো গাড়িতে পটুয়াখালী পাঠালে পটুয়াখালী এনিমেল লাভারস নামে একটি সংগঠনের সদস্যরা বন বিভাগের সহযোগিতায় এসব পাখি উদ্ধার করে।পরবর্তীতে পাখিগুলোকে উন্মুক্ত করার জন্য পটুয়াখালী থেকে আমাদের এই রেঞ্জে প্রেরন করেন। আমরা এই পাখিগুলো বনবিভাগের কর্মকর্তা, টুরিস্ট পুলিশ ও স্থানীয়দের উপস্থিততে আকাশে উড়িয়ে অবমুক্ত করি।

কুয়াকাটায় একটি হোটেল থেকে ১ টিয়া ও পটুয়াখালী থেকে আসা ২টি কালিম, ১টি উত্তুরে খুনতি হাঁস, টিকি হাঁস ১টি, ইউরোসিয়ো তিথি হাঁস ২ টি এই মোট ৭ টি পাখি অবমুক্ত করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

ten − 5 =