বিশ্ব নদী দিবসে কলাপাড়ায় নদী ও খাল দূষণ মুক্ত করতে বাপার মানববন্ধন

0
314

পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া আঞ্চলিক শাখার আয়োজনে রবিবার সকালে কলাপাড়া প্রেসক্লাব চত্তরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আন্দারমানিক, সোনাতলা, খাপড়াভাঙ্গা, কুয়াকাটা ও আড়পাঙ্গাশিয়া নদীর দখল দূষণ বন্ধ করতে এ মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সাধারণ সম্পাদক সুজন মৃধা প্রমুখ।

এসময় বক্তারা নদীর দখল দূষণ বন্ধ সহ কলাপাড়া পৌরসভার প্রবাহমান চিংগুড়িয়া খাল প্রভাবশালী ব্যক্তিদের হাত থেকে দখল মুক্ত করে খালের বাঁধ অপসারণের দাবী জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বক্তারা আরো বলেন, যাদের শোনার কথা তারা শুনছেনা আর যাদের দেখার কথা তারা দেখছেনা। এভাবে চলতে থাকলে নদী, খাল দখল ও দূষণ আমাদের ব‍্যবহার এবং বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × 4 =