হাতি মানুষের দ্বন্দ্ব নিরসণের জন্য আলোচনা সভা অনুষ্ঠিতহাতি সংরক্ষণ

0
347

মোঃ সেলিম উদ্দীন: চট্টগ্রাম নেচার কনজারবেশন ম্যানেজমেন্ট চট্টগ্রাম দক্ষিন বন বিভাগ এর আয়োজনে হাতি সংরক্ষণ এবং হাতি মানুষের দ্বন্দ্ব নিরসণের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ই নভেম্বর) বিকালে হারবাং বার আউলিয়া মাদ্রসার মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বন্য প্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় বন কর্মকতা,  রফিকুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ সহকারী বনসংরক্ষক পদুয়া একেএম আজাহারুল ইসলাম।

অতিরিক্ত সিনিয়র পুলিশ সুপার  তফিকুল আলম সহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তরা বলেন, প্রকৃতি সংরক্ষণ করা আমাদের সকলে প্রয়োজন রয়েছে। জীব বৈচিত্র্য রক্ষা করার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যারা হাতি হত্যা করছে তাদের ছাড় দেওয়া হবে না, তাদের আইনের আওতায় আনা হবে, হাতি দ্বারা কৃষকের ধান নষ্ট হলে সরকার কৃষকের ক্ষতিপূরণ দিচ্ছে। 

অনুষ্ঠানে সঞ্চালনা করেন চুনতি রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × three =