সোনারগাঁয়ে ইউপি সদস্য রোকসানার বিরুদ্ধে কিশোরকে হত্যা চেষ্টা মামলায় আটক-১

0
476

সোনারগাঁও প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডেও অত্যাচারী মহিলা মেম্বার রোকসানা ও তার স্বামী সহ ৫ জনের বিরুদ্ধে এক অসহায় পিঠা বিক্রেতার ছেলেকে হত্যা চেষ্টার ঘটনায় মামলা হয়েছে।মামলা নাম্বার ৪২। শুক্রবার সকালে মামলার ১নং আসামী রাসেলকে আটক কওে আদালতে প্রেরণ করেছে সোনারগাঁও থানা পুলিশ। মামলার বাদী আহত কিশোর শুভ (১৬) এর ভাই মিলন মিয়া মামলার এজাহারে উল্লেখ করেন,পূর্ব সত্রুতার জের ধরে গত ১৬ই অক্টোবর সন্ধায় বিবাদী রোকসানা মেম্বার ও তার স্বামী বিএনপি জামাত নেতা গোল আহম্মদের নেতৃত্বে রাসেল মিয়া,রাজু মিয়া ও তাজুল মিয়া সহ অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র,যেমন,ধারালো দা,ছুরি,লোহার শাবল,লাঠি নিয়ে বেআইনিভাবে বাড়িতে প্রবেশ করে মিলনের ভাই শুভকে এলোপাতাড়ীভাবে পিটিয়ে কুপিয়ে জখম করে।রোকসানা মেম্বারের নির্দেশে বিবাদী রাসেল মিলনের ভাই শুভকে হত্যার উদ্দেশ্যে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করলে মাথা সরিয়ে নিলে মুখের উপর আঘাত লেগে মুখের সামনের ৩ টি দাঁত ভেঙ্গে পরে যায়।এসময় তার ডাক চিৎকার শুনে মিলন মিয়া ও তার মা সেলিনা বেগম এগিয়ে আসলে বিবাদীরা তাদের পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং তাদের সাথে থাকা গলার চেইন,কানের দুল ও ঘরে প্রবেশ করে লুটপাট ও নগদ টাকা নিয়ে যায়।এসময় মিলনের মা সেলিনা বেগমকে বিবাদীরা কাপড়চোপড় ছিড়ে শ্লীলতাহানী করে।পরবর্তিতে এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে।এই নেক্কারজনক ঘটনায় অভিযোগ দায়েরের পর তদন্ত শেষে মামলা নেয় সোনারগাঁও থানার পুলিশ।এদিকে মামলা তুলে নিতে বিভিন্ন মাধ্যমে প্রাণনাসের হুমকি দিয়ে যv অত্যাচারী রোকসানা মেম্বার। এলাকাবাসী জানান,রোকসানা বেগম মাত্র এসএসসি পাস করে এলাকার সাধারণ মানুষদের বোকা বানিয়ে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে অপচিকিৎসা করে দীর্ঘদিন যাবৎ প্রতারণা চালিয়ে যা‡P&Q

এলাকাবাসী আরও জানান,রোকসানা মেম্বার ও তার স্বামী গোল আহম্মদ এলাকায় আধিপত্য বিস্তার কওে নিরীহ মানুষের জমি দখল,বয়স্কভাতা প্রদানে অর্থ আদায় ও সরকারী ত্রাণ সামগ্রী বিতরণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি করে যা”েছন।এমন দুর্নীতিবাজ ও ভুয়া ডাক্তার নামের প্রতারক রোকসানা বেগম যেনো আর কোনদিন মেম্বার হিসেবে নির্বাচিত না হতে পারে এবং এমন প্রতারকের হাত থেকে মুক্তি চায় সাদিপুর ইউনিয়ণের সাধারণ মানুষ।তাই অনতিবিলম্ভে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী এলাকাবাসী সহ ভুক্তভোগী পরিবারের।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × two =