কবি ও সাংবাদিক মুহাম্মদ মাসুম বিল্লাহ’র ৫০তম জন্মদিন পালিত

0
335

২২ নভেম্বর ভিন্নমাত্রার কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ’র ৫০তম শুভ জন্মদিন। তিনি ১৯৭১ সালে পিরোজপুর জেলার জিয়ানগর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আব্দুস সাত্তার শেখ ও মাতা মিসেস জাহানারা সাত্তার। ছাত্রজীবন থেকেই তিনি কবিতা দিয়ে লেখালেখি শুরু করেন। ১৯৯২ সালে ছাত্রাবস্থায় তার প্রথম কাব্য  ‘অভিব্যক্তি’ প্রকাশিত হয়। তারপর কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ আর লেখালেখিতে পেছন ফেরেননি। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩৮টি। তিনি লেখালেখির পাশাপাশি মাসিক ভিন্নমাত্রা পত্রিকার প্রকাশক ও সম্পাদক। তাঁর রচিত ও সংকলিত ‘ছড়া পড়ি জীবন গড়ি’- এক, দুই, তিন তিনটি বই দেশের কিন্ডারগার্টেন স্কুলগুলোতে পাঠ্যভূক্ত। কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ’র জন্মোৎসব আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনসাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক মাননীয় মন্ত্রীজনাব সৈয়দ দীদার বখ্ত। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিশু-সাহিত্যিক, বিশ^বিদ্যালয় শিক্ষক ও মানবাধিকার কর্মী প্রফেসর ড. এমদাদ খান। অনুষ্ঠান উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন আহমেদ, চীফ ইঞ্জিনিয়ার (অব.) মেট্রোরেল। সভাপতিত্ব করেন দৈনিক প্রথম বেলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ¦ মোহাম্মদ শাহ আলম।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- ড. হাসিনা ইসলাম সীমা, প্রকাশক ও সম্পাদক- মাসিক সাহিত্য স্পন্দন; অধ্যাপক মো: হাফিজুর রহমান, বিভাগীয় প্রধান- ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা উইমেন কলেজ; মো: শরিফুল ইসলাম (মিঠু), ব্যবস্থাপনা পরিচালক- শরিফ মিঠু শিপিং মিলস লি.; মো: আবু সাঈদ খান, ব্যবস্থাপনা পরিচালক, এস এম ইন্টারন্যাশনাল; মো: গিয়াস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক; জাবেদ কামাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক; শামীম আহমেদ সৃজন, কবি ও কথাসাহিত্যিক; মো: নুরুজ্জামান ভুট্টু, প্রেসিডিয়াম সদস্য- আমরা মুক্তিযোদ্ধার সন্তান (কেন্দ্রীয় কমিটি); মো: রবিউল হক রৌদ্র, ব্যবস্থাপনা পরিচালক- ইনডিপেনডেন্ট ইন্টারন্যাশনাল (প্রা.) কোম্পানি লি.; মো: মোবারক হোসেন, ব্যবস্থাপনা পরিচালক- রুচি রেস্তোরাঁ।

অনুষ্ঠানে কবিতা পাঠ, স্বাগত বক্তব্য ও গুণীজনদের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eleven + 11 =