পটুয়াখালীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

0
318

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।১৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে পুরাতন জেলা খানাস্থ গণ কবরে ফুল দিয়ে প্রথমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এরপরে পর্যায়ক্রমে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ পিপিএম, জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর ও সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা সহ অন্যান্য নেতৃবৃন্দ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ খলিলুর রহমান মোহন, সদর উপজেলা চেয়ারম্যান এড. গোলাম সরোয়ার,  সদর ইউএনও জান্নাত আারা নাহিদ, মুক্তিযোদ্ধ সংসদ, জাসদ, কমিউনিস্ট পার্টি, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ, জেলা শিক্ষা অফিসার মো. মুজিবুর রহমান, আনসার ব্যাটালিয়ন, উপকূলীয় বনবিভাগ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এর পূর্বে সকাল ৯টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দিবসটি উপলক্ষে দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।  এছাড়া দিবসটি উপলক্ষে সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলন সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

6 + eighteen =