ভাড়াটিয়া ঐক্য জোটের ৭ দফা দাবি আদায়ে মানব বন্ধন

0
660

( প্রতিবেদক নরুল ইসলাম নাহিদ)৭ দফা দাবি ভাড়াটিয়া ঐক্য জোট এর বাসা,দোকা,অফিস, কলকারখানা ইত্যাদি ভাড়াকৃত প্রতিষ্ঠানের বাংলাদেশ ভাড়াটিয়া ঐক্য জোট সংগঠন ভাড়াটিয়াদের ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষে ঢাকা জাতীয় প্রেসক্লাব এর সামনে বিশাল এক জনসভা ও মানববন্ধন করেন ভাড়াটিয়া ঐক্য জোট এর নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন ভাড়াটিয়া ঐক্য জোট এর (আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ওয়াসউদ্দিন নূরানী) ( ভাড়াটিয়া ঐক্য জোট এর সচিব নাহিদ ও ঢাকা মহানগর দক্ষিণ গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের যুব ক্রিড়া সম্পাদক নূরুল ইসলাম নাহিদ) (যুগ্ম আহবায়ক এম,এ,কাদের) (যুগ্ম আহবায়ক শওকত হোসেন খোকন) (যুগ্ম আহবায়ক মাওলানা আব্দুল কুদ্দুস) (যুগ্ম আহবায়ক মোঃ আবুল হোসেন) (যুগ্ম আহবায়ক মোঃ রাজ্জাক রানা) (যুগ্ম আহবায়ক হাজী জয়নাল)(যুগ্ম আহবায়ক এরশাদুল হক দুলাল সাংবাদিক) (যুগ্ম আহবায়ক শফিকুল বারি রাসেল চ্যানেল আই সাংবাদিক) 

  • (যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন রোমান) 
  • (যুগ্ম আহবায়ক শাহিন সিকদার)
  • (যুগ্ম আহবায়ক পারুল ভান্ডারী)
  •  (সদস্য আলী হাসান মুজাহিদ)
  • (সদস্য মিজানুর রহমান সিকদার)
  • (সদস্য মোঃ মনির সাংবাদিক অপরাধ বিচিত্রা)
  • (সদস্য মোঃ শুকুর)
  •  (সদস্য সাইফুল ইসলাম) 
  •  (সদস্য সোহেল মিয়া)

(সদস্য মোঃ মিন্টু) 

      (সদস্য মোঃ রাজন)

*তাদের ৭ দফা দাবি (১) ভাড়াটিয়ার আর্থিক পরিস্থিতি খারাপ হলে বিশেষ বিবেচনা করতে হবে এবং ভাড়াটিয়া দের সকল সুযোগ সুবিধা সুনিশ্চিত করতে হবে| ও ব্যাচেলর ছেলে মেয়েদের বাসা ভাড়া দিতে হবে (২)ভাড়াটিয়াদের কাছথেকে একমাসের বেশি ভাড়ার টাকা অগ্রীম নেওয়া যাবেনা এবং ভাড়ার টাকা গ্রহণ করার সময় ভাড়াটিয়াকে বাড়িওয়ালার পাকা রশিদ দিতে হবে| (৩) প্রতি বছর সরকারি ঘোষণা ছাড়া লাগামহীন ভাড়া বৃদ্ধি করা যাবেনা এবং সিটি কর্পোরেশন ও হাইকোর্ট ঘোষিত প্রতি স্কয়ার ফিট হিসেবে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সেই অনুপাতে বাড়ির মালিকের ভাড়া গ্রহণ করতে হবে (৪) প্রতি পারায় মহল্লায় ওয়ার্ডে ভাড়াটিয়াদের নিয়ন্ত্রণ প্রতিনিধি হিসেবে একজন করে দিতে হবে| এবং বিদ্যুৎ, গ্যাস,পানি,ইত্যাদি পূর্বের ন্যায়ে বাড়ির মালিকের বহণ করতে হবে। (৫) ভোক্তা অধিকার ম্যাজিস্ট্রেট দ্বারা ভাড়াকৃত প্রতিষ্ঠানের বিদ্যুৎ, গ্যাস,পানি,টয়লেট, এর লাইন গুলো সঠিক আছে কিনা এবং রুমের পরিবেশ বাসার, সিড়ি বাড়ির সিকিউরিটি গার্ড সহ সমস্ত কিছু মানসম্মত আছে কিনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে। (৬) আত্মীয়-স্বজন বেড়াতে আসলে ফ্ল্যাটের দরজা নক করে মেহমান ও ভাড়াটিয়া সাথে দুর্ব্যবহার করা বন্ধ করতে হবে এবং বিভিন্ন অজুহাত দেখিয়ে ভাড়াটিয়াদের কাছ থেকে অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়া বন্ধ করতে হবে। (৭) হঠাৎ করে বিনা নোটিশে ভাড়াটিয়াদের বাড়ি থেকে উচ্ছেদ করা বন্ধ করতে হবে উচ্ছেদ করতে হলে (৩) মাস পূর্বে লিখিত নোটিশ দিয়ে ভাড়াটিয়াকে অবগত করতে হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

sixteen − seven =