পাকিস্থানের ‘‘প্রাইম মিনিস্টার বলেন’’ যৌন ও দুর্নীতি অপরাধ” মুসলিম বিশ্বের প্রধান দুইটি শত্রু

0
467

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন যে, ক্রমবর্ধমান দুর্নীতি এবং যৌন অপরাধ মুসলিম বিশ্বের দু’টি প্রধান শত্রু।রোববার ন্যাশনাল রাহমাতুল-লিল-আলামিন অথোরিটি (এনআরএএ) আয়োজিত সংলাপের দ্বিতীয় অংশ ‘রিয়াসাতে মদিনা  ইসলাম, সমাজ ও নৈতিক পুনরুজ্জীবন’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘সমাজে দুই ধরনের অপরাধ রয়েছে। একটি দুর্নীতি এবং অন্যটি যৌন অপরাধ। আমাদের সমাজে যৌন অপরাধ তীব্রভাবে বেড়েছে, যেমন, ধর্ষণ ও শিশু নির্যাতন এবং এর মাত্র এক শতাংশ নথিভুক্ত করা হয়েছে।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইন্টারনেটের অশ্লীলতা এবং পর্নোগ্রাফিক সামগ্রীতে ডুবে যাওয়া থেকে মুসলিম তারুণ্যকে বাঁচানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাকি ৯৯ শতাংশের সাথে সমাজকে লড়াই করতে হবে। দুর্নীতির ক্ষেত্রেও তাই। সমাজে দুর্নীতিকে অগ্রহণযোগ্য করতে হবে। দুর্ভাগ্যক্রমে, যখন আপনাদের নেতৃবৃন্দ সময়ের সাথে সাথে দুর্নীতিগ্রস্ত হয়, তারা দুর্নীতিকে গ্রহণযোগ্য করে তোলেন।’

অনুষ্ঠানটিতে উপস্থিত ইসলামিক বিশেষজ্ঞরা ইমরান খানের সাথে একমত হয়েছেন যে, তরুণদের শেখানো উচিত কীভাবে আধুনিক জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। তারা আধুনিকতার নেতিবাচক প্রভাব মোকাবেলায় মুসলিম দেশগুলোর কিছু সম্মিলিত প্রচেষ্টার পরামর্শ দিয়েছেন এবং বলেছেন যে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর জীবন ও সুন্নাহ সম্পর্কে সচেতনতা তৈরি করার মাধ্যমে মুসলিম তরুণদের আধুনিক যুগের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় গুণাবলীতে দীক্ষিত করা যেতে পারে। সূত্র: ডন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eleven − four =