ভালো কাজের ফলাফল কিভাবে পাবেন

0
344

ওমর (রা,) বলেছেন. রাসুলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি, নিশ্চয় জানিও আল্লাহর নিকট কাজের ফলাফল মানুষের নিয়ত অনুসারে হয়। প্রত্যেক মানুষ তার কাজের ফলাফল আল্লাহর নিকট তদ্রূপ পাবে ,যদ্রুপ সে নিয়ত করবে। অতএব যে ব্যক্তি আল্লাহ ও আল্লাহর রাসূলকে সন্তুর্ষ্ট করার উদ্দেশ্য হিজরত করবে, সে আল্লাহ এবং রাসুল (সা.) সন্তুষ্টি  নিশ্চয়ই পাবে। পক্ষান্তরে এত বড় কষ্টের নেক কাজটিও ক্ষনস্থায়ী জগতের কোন হীন স্বার্থপ্রণোদিত হয়ে করলেও- যেমন ,কিছু টাকার লোভে বা কোন রমণীর প্রতি আসক্ত হয়ে তাকে বিবাহ করবার এবং কামরিপু চরিতার্থ করবার উদ্দেশে করলে তার ফল তদ্রুপ সে পাবে ,যদ্রুপ সে নিয়ত করেছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × 1 =