পটুয়াখালীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ দিবসে জেলেদের হাডুডু খেলা

0
307

উপকুলীয় প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। ঝাটকা সংরক্ষন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও জেলেদের অংশগ্রহণে হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পিতবার বিকাল ৫ টায় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। জাটকা সংরক্ষণ সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ূন কবির।

জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২২ এর উদ্বোধনী সভার সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়ির অফিসার্স ইনচার্জ মো.আক্তার মোর্শদ, পায়রা বন্দর কোস্টগার্ড আইসি মমিনুল হক, লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আনছার উদ্দিন মোল্লা, মহিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.ফজলু গাজী, মহিপুর মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। এ সময় উপস্থিত ছিলেন, ইউএসএইড ইকোফিশ-২ ওয়ার্ল্ডফিশ’র সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি, সহকারি গবেষক বখতিয়ার রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকূলীয় এলাকার জেলেরা উপস্থিত ছিলেন। এসময় মৎস্য ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার হাজারো মানুষ জেলেদের খেলাধুলা উপভোগ করেন। অনুষ্ঠান শেষে হাডুডু খেলোয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen + 9 =