ভোক্তা অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা নিমতলায় বিভিন্ন ওষুধ দোকানে অভিযান

0
381

অদ্য  ০৬/০৪/২০২২ তারিখে সকাল ১১:৩০ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সিরাজদিখান  উপজেলায় নিমতলা  এলাকায়  অভিযান কার্যক্রম পরিচালিত হয়। ভাই বোন মেডিকেল হলে  অভিযান কালে দেখা যায় যে, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে। দোকান টিকে ৪,০০০/- জরিমানা করা হয়।ভোজন বিলাস বিরিয়ানি হাউজে অভিযান কালে দেখা যায় যে, ননফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রং কাচ্চিবিরিয়ানি তে মিশানো হচ্ছে, মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না, বোরহানি ও মাঠার বোতলে উতপাদনের তারিখ দেয়া হচ্ছে না। রেস্টুরেন্টটিকে ৪০০০/- জরিমানা করা হয়। মোট ২টি প্রতিষ্ঠানকে ৮০০০/- জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ। সিরাজদিখান  থানা পুলিশ এর একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শাহ আলম  অভিযানে সহযোগিতা করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 − three =