বৈঠকের গোপন কথা অন্যদের অনুমতি ছাড়া বাইরের বলা যাবে কী:ইসলাম কি বলে

0
383

বৈঠকের আলোচনা আমানত (অর্থাৎ অন্যদের অনুমতি ছাড়া বাইরের কারো সাথে এ নিয়ে আলাপ করা গুরুতর পাপ)। তবে তিনটি বিষয়ে বৈঠকের আলোচনা আমানত নয় :১. অন্যায়ভাবে কাউকে হত্যা করার চক্রান্ত করার বৈঠক।২. গোপনে ব্যভিচার করার বৈঠক।৩. অন্যায়ভাবে কারো সম্পদ ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র করার বৈঠক। (এই তিন ধরনের বৈঠকের আলোচনা আমানত নয়।)

-জাবির ইবনে আবদুল্লাহ (রা); আবু দাউদ, মেশকাত

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × four =