সীয়াম সাধন ও আত্মসংযমেরর গান

0
500

লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী:

ধৈর্য্য সহ্য সবর শোকরে, নফস্ রিপু মন করো দমন।

স্বভাব চরিত্র আর খাসিলত, ঠিক করিয়া লওরে মন।।

(করেরে মন সংযম পালন, করেরে মন সীয়াম সাধন)

জাগাইয়া প্রেম বিশ্বাস ভক্তি, করিয়া লও আত্মশুদ্ধি।।

পাইতে যদি চাওরে মুক্তি, করো আত্মসমর্পণ।

নয় দরজায় মারো তালা, বন্ধ করো আমিত্বের খেলা।।

ভুলে ভুলে যাচ্ছে বেলা।। পিছে পিছে ঘুরছে যম।

বিষয় রাশির মোহ ছেড়ে, মিথ্যা ছেড়ে সত্য ধরে।

নিয়ত নিরিখ ঠিক করে, সরল পথে করো গমন।

বিবেক বুদ্ধি জ্ঞান জাগাইয়া, মনের পশু কোরবানি দিয়া।।

যাও মুমীন মুসলমান হইয়া।। ধন্য হবে এ জনম।

হুশদরদমে জিঁকির করো, দায়েমী সালাত কায়েম করো।।

পারলে মরার আগে মরো, করিয়া সীয়াম সাধন

স্বপন শাহ্ শ্যামলাপুরী বলে, সীয়াম সালাত কায়েম হলে।।

ত্রিতাপ জ্বালা যাবে চলে, শুদ্ধ হবে দেহ চিত্ত মন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen + 11 =