এই বৈশাখে

0
636

  লেখক :  নার্গিস সুলতানা

ফাল্গুন মাসে আমাদের পরিচয়

বসন্তের কোকিলের গানে,

বৈশাখ মাসে ভালোবাসা শুরু

জন্ম জন্মান্তরের অটুট বন্ধনে।

এখনো হয়নি দেখা আঁখিতে, আঁখিতে

কথা হয় শুধু,বহু দূর থেকে,

কাছে আসবার গভীর ব্যাকুলতায়

চেয়ে থাকো তৃষ্ণার্ত হৃদয়ে।

সূর্যের তপ্তদাহে ফেটে চৌচির

হৃদয় জমিনে লেগেছে খরা,

ঝড়ের শেষে বৃষ্টি হয়ে

শীতল হবে বুকের ধরা।

মন বলছে, এই বৈশাখে

সুরের স্রোতে আসবে ভেসে,

কড়া নেড়ে মনের দরজায়

গান শুনিয়ে মিলবে শেষে।

অসীম যখন ডাক দিয়ে যায়

কালবৈশাখীর নৃত্যে,

সুর সাগরে জোয়ার আসে

নিত্য নতুন ছন্দে।

আমার ভাষার কথামালা

দুলতে থাকে আপন তালে,

তোমার কন্ঠেই দেবে ধরা

এই ধরণীর ধরা তলে।

পাখি হয়ে আসবে তুমি

দেশ বিদেশ ঘুরে,

রয়ে যাবে মনের ঘরের

ছোট্ট একটা নীড়ে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one + 17 =