শাহ নেওয়াজ কার সাথে কাবিন করে হৃদয় বাসর পুস্পিতালয় করলো

0
295

কবিতাঃ কাবিন
কবিঃ শাহ নেওয়াজ
প্রকাশকালঃ ১৩.০২.২০২৩ খ্রিঃ

কাগজের বন্ধন যেন জীবনের প্রাণ স্পন্দন
বয়ে যায় বহমান স্রোতের মত সারটি জীবন।
প্রাণের স্পন্দন!
তখনই হয় যখন তাতে থাকে হৃদয় আলিঙ্গন
হৃদয়ের বসত ঘর হয় পুস্পিতালয় সারাক্ষণ।
যদি না থাকে তবে?
যদি না থাকে তবে কাবিন একটি কাগুজে ঘর
যাতে বসবাস করে সন্দেহ অবিশ্বাস জীবন ভর।
তাতে কি হয়েছে?
সন্দেহে ভরা মনের ঘরে অবিশ্বাসের আনাগুনা
ধীরে ধীরে ক্ষয়িতা হয়ে সম্পর্ক হয় বড় অচেনা।
কত জনার বাস এই কাগুজে ঘরে?
কত জনার বাস তাতো জানি না, শুধু জানি
অসংখ্য কপোত কপোতীর কণ্ঠে ঝরছে গ্লানি।
কি আছে ঐ গ্লানিতে?
বিষাদগারে ভরা কেউটে সাপের বিষের বৃষ্টি
চেনা জানা মানুষের প্রতি তীক্ষ তীরের দৃষ্টি।
শেষ পরিণতি কি?
বিচ্ছেদেই হয় সম্পর্কের যবনিকাপাত, তবে
কিছু সম্পর্ক টিকে থাকে জোড়াতালির ভবে।
টিকে থাকার কারণ?
হয়তো বিশাল কাবিনের বিধি বইতে না পারে
জোড়াতালির সম্পর্কে আজীবন পেরেক মারে।
বিচ্ছেদ পরে শস্য দানার কি হয়?
ঝড়ে জমিতে যত্নে ফলা শষ্যদানা পড়ে ঝরে
অযত্ন অবহেলিত জীবন তাদেরও তাড়া করে।
তাহলে সম্পর্কের সমীকরণ কি?
এই প্রশ্নের একটি উত্তর হয়,
কাবিন + ভালোবাসা= সম্পর্ক
কাবিন — ভালোবাসা= বিচ্ছেদ।
বিচ্ছেদ কাগুজে হতে পারে বা আত্মার
যাই হোক না কেন বিচ্ছেদ তো বিচ্ছেদই।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

18 − 5 =