নির্বাচনের বিষয়ে মার্কিন পরামর্শকে স্বাগত জানাবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

0
350

জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো ‘উজ্জ্বল ধারণা’ থাকলে সরকার তা গ্রহণ করতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। চলতি জুলাই মাসে মার্কিন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া, অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি জোসে ফার্নান্দেজ, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা বাংলাদেশ সফর করবেন। সোমবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব সফর সম্পর্কে প্রশ্ন করা হলে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘মার্কিন প্রতিনিধিদল নির্বাচনের বিষয়ে কোনো পরামর্শ দিলে সরকার স্বাগত জানাবে।’ তিনি বলেন, ‘নির্বাচনের বিষয়ে তাদের কোনো উজ্জ্বল ধারণা থাকলে আমরা তা পছন্দ করতে পারি।’

দুই দেশের সরকারের মধ্যে ‘কোনো ভুল বোঝাবুঝি থাকলে’ তা দূর করতে পরস্পরের সম্পৃক্ততা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বলেও দাবি করেন তিনি।

নির্বাচন সামনে রেখে নেওয়া মার্কিন ভিসা নীতির ব্যাপারে সরকার উদ্বিগ্ন নয় দাবি করে মন্ত্রী বলেন, ‘যারা যুক্তরাষ্ট্রের বিষয়ে আগ্রহী, তারাই শুধু এ বিষয়ে চিন্তিত।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য মার্কিন সরকারকে অনুরোধ করা হয়েছে। যুক্তরাষ্ট্র এ বিষয়ে একটি প্রক্রিয়া অনুসরণ করতে বলেছে। সরকার প্রক্রিয়াটি অনুসরণ করছে।’

বাংলাদেশের পররাষ্ট্রনীতি চীনের দিকে ঝুঁকতে পারে, এমন একটি ধারণা আছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ নিরপেক্ষ পররাষ্ট্রনীতি বজায় রেখেছে।’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × one =