জীবনভর চারটি কাজ কখনো ত্যাগ করবেন না”

0
406

১. কখনো আল্লাহ্’র শুকরিয়া আদায় থেকে নিজেকে বিরত রাখবেন না তাহলে তিনি আর বাড়িয়ে দিবেন না। “যদি তোমরা শুকরিয়া আদায় করো; তাহলে বাড়িয়ে দিবো (সূরা ইব্রাহিম:০৭)

২. কখনো আল্লাহ্’র স্মরণ থেকে নিজেকে বিরত রাখবেন না তাহলে তিনি আপনাকে আর স্মরণ করবেন না।””আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করবো (সূরা বাকারা :১৫২)

৩. কখনো দু’আ করা থেকে নিজেকে বিরত রাখবেন না তাহলে তিনি বিপদে আর আপনার সাড়া দিবেন না। “”আমার কাছে দু’আ করো; আমি সাড়া দিবো, (সূরা গাফির: ৬০)

৪. কখনো ক্ষমা চাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন না তাহলে তিনি আর নাজাত মুক্তি দিবেন না। “”আল্লাহ্’র কাছে ক্ষমাপ্রার্থীদের তিনি আযাব দেন না অর্থাৎ মুক্তি দেন (সূরা আনফাল:৩৩)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four + thirteen =