পঞ্চাশ লক্ষ টাকা আত্মসাৎ, জামাই-শ্বশুর গ্রেপ্তার 

0
289

আবু বাক্কার সিদ্দিক: কিশোরগঞ্জে করিমগঞ্জ উপজেলাতে ইম্পারশিয়াল একটি ফাউন্ডেশন নাম করে পঞ্চাশ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে মূলহোতা জামাই – শ্বশুরকে গ্রেফতার করেছে  পিবিআই। 

গ্রেপ্তারকৃতরা হলেন, মামলার মূলহোতা কিশোরগঞ্জ  জেলার মিঠামাইন উপজেলার কামালপুর গ্রামের মালেক মিয়ার ছেলে কায়সার আহম্মেদ পলাশ (৪৮) ও তার জামাই বাজিতপুর উপজেলার বামনগাঁও, গ্রামের হাদিস মিয়ার ছেলে আল-আমিন (৩২)|

গত (১৫ ফেব্রুয়ারী) করিমগঞ্জ উপজেলার পিটুয়া গ্রামের  মাহিয়া আফসানা পপি বাদী হয়ে আল-আমিনকে প্রধান আসামি করে শ্বশুর কায়সার আহমেদ পলাশসহ পাঁচ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পরে (২১ মে)   ঢাকা ভাটারা থানা লিচু বাগান থেকে জামাই আল-আমিন  কে গ্রেপ্তার করে পিবিআই। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে 

বলেন, করিমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার প্রায় পাঁচ হাজার সাধারণ মানুষকে আর্থিক লোন ও চিকিৎসা সেবা দেওয়া নাম করে তাদের নিকট হতে দুই বছরে আনুমানিক  পঞ্চাশ লক্ষ টাকা সঞ্চয় নেয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eighteen − fifteen =