আবাসিক ভবনের গ্যাস লাইন ব্যবহার হচ্ছিল খাবার হোটেলে

0
360

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের চৈতন্য গলির একটি ভবনের আবাসিক লাইন থেকে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করছিল খাবার হোটেলে। অভিযানে গিয়ে সত্যতা পেয়ে সঙ্গে সঙ্গে গ্যাস লাইনের রাইজার বিচ্ছিন্ন করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।

 সোমবার (১৮ সেপ্টেম্বর) ওই এলাকায় অভিযান পরিচালনা করেন কর্ণফুলী গ্যাসের উপ-মহাব্যবস্থাপক (ভিজিল্যান্স) মো. শামসুল করিম। কেজিডিসিএল’র কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, চৈতন্য গলির একটি ভবনের আবাসিক লাইন থেকে বিভিন্ন খাওয়ার হোটেলে বাণিজ্যিকভাবে অবৈধ সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করছিল। পরে সেই সংযোগের রাইজার খুলে নিয়ে আসা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে। এর আগে, রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে নগরের উত্তর ঝাউতলা রেলওয়ে কলোনিতে অভিযান চালায় চারটি গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে, ঝাউতলা রেলওয়ে কলোনীর ৬২২/এ,৬৩৩/এ,৬৩৩/বি,৬৩৭/বি বাসাতে ১ টি করে অবৈধ সংযোগ পাওয়া যায়। পরে এসব বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া এসব গ্যাস সংযোগ মালিকদের জরিমানার আওতায় আনা হবে বলেও জানায় ভিজিল্যান্স টিম।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × five =