ছেলের কুঠারের আঘাতে বাবার মৃত্যু

0
323

জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুরে পূর্বকৃষ্টপুর গ্রামে পারিবারিক কলহের জেরে নিজ ছেলে রিজভী (২১) এর হাতে বাবা আব্দুল আলিম (৪২) খুন হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২২ নভেম্বর) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আলিম মারা গেছেন।এ ঘটনায় বুধবার দুপুরে নিহতের ভাই বাবলু ফকির বাদী হয়ে নিহতের ছেলে রিজভি এবং তার স্ত্রী জান্নাতি বেগমকে আসামি করে কালাই থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত আব্দুল আলীম (৪২) কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের পূর্বকৃষ্টপুর গ্রামের মৃত আবু বক্কর সিদ্দীকের ছেলে। অভিযুক্ত রিজভী এবং তার স্ত্রী জান্নাতী বেগম এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন পূর্বে বাবার অমতে ছেলে রিজভি বিয়ে করেন। এরপর স্ত্রী জান্নাতী বেগমের সঙ্গে অন্য জায়গায় থাকতেন তিনি। এরইমধ্যে গত সোমবার স্ত্রীকে নিয়ে রিজভি বাড়িতে ওঠেন। ওইদিন গভীর রাতে নিজের বাড়িতে পারিবারিক কলহের জেরে ছেলে রিজভি তার বাবা আব্দুল আলিমকে কুঠার দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুল আলিমকে কালাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে আলিমের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে ছেলে রিজভি পলাতক রয়েছেন বলে জানা গেছে।কালাই থানার ওসি ওয়াসিম আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলের হাতে বাবা খুন হওয়ার ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কালাই থানায় বুধবার দুপুরে দুজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রিজভি এবং তার স্ত্রী জান্নাতী বেগমকে দ্রুত গ্রেপ্তারের জন্য তৎপর রয়েছে পুলিশ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

6 + four =