ষাঁড় গরু মোটাতাজা করনের ক্ষেত্রে লাভবান হতে দশটা কথা মনে রাখবেন

0
192

➡️ সর্বপ্রথম নিজের গরুর খাদ্য আপনার নিজেকে তৈরি করতে হবে ফিড বর্জন করতে হবে।

এতে করে মাস শেষে আপনার ১ টা গরুতে দের থেকে দুই হাজার টাকা খরচ কম হবে যেটা বিক্রির সময় আপনার লাভের খাতায় যোগ হবে।

➡️ ঘাস নেই সমস্যা নেই আপনি গরুকে পর্যাপ্ত ums দেন এতে রেজাল্ট আরো তিন গুন ভালো পাবেন, খরচ ও অনেক কম হবে।

➡️ দানাদার খাবারের ৩০-৩৫% ইস্ট ফার্মেন্টেড কর্ণ রাখুন (ফার্মেন্টেড ভুট্টা)।

➡️ সব সময় যে জিনিসের দাম কম সেটা কিনে রাখার চেষ্টা করবেন, যেমন আমি গত বছর গমের দাম কম থাকায় অনেক গম কিনে রেখেছিলাম।

এবার গমের দাম বেশি ভূট্টার দাম কম তাই ভূট্টা কিনে রেখেছি।

➡️ ষাড় গরু দুই-তিন মাসের জায়গায় ৫-৬ মাস পালন করুন, কারণ আমি নিজে অনেক গরুতে পরীক্ষা করে দেখেছি তিন মাস পালনে একটা গরুতে ১৫-১৬ হাজার লাভ হলে ছয় মাস পালনে সেটা ৪০ থেকে ৫০ হাজারে গিয়ে ঠেকে, মানে তিন গুণ বেশি। তাই বলে আবার এক বছর পালন করা যাবে না এক্ষেত্রে আবার লস হবে কারণ একটা সময় গিয়ে গরুটা খাদ্যের তুলনায় আর বড় হবে না।

➡️ সব সময় ফ্রিজিয়ান অথবা ক্রস জাত গরু নির্বাচন করবেন এগুলো দ্রুত বড় হয়।

➡️ নতুন খামার দিলে দেশি অথবা শাহীওয়াল গরু দিয়ে শুরু করবেন। এই সব গরুর রোগ বালাই কম হয়।  

➡️ দেশি, শাহীওয়াল, ফ্রিজিয়ান যেটাই পালন করেন, কুরবানীর আশায় এক বছর কোন গরু পালন করবেন না।

আপনার মূল টার্গেট থাকবে মাংস ব্যবসায়ি কসাই।  আমি কখনো কুরবানীকে টার্গেট করি না।

➡️ পালন করতে করতে যদি মনে হয় কোন গরু কোরবানি জন্য রাখলে ভালো হবে রেখে দিবেন কুরবানী আশায় ছোট থেকে বড় করার দরকার নেই।

➡️ যে গরু কম বাড়বে সেটা বেশিদিন পালন করার প্রয়োজন নেই, গ্রথ ভালো দেখলে দু এক মাস বেশি রাখবেন। এই নিয়মে গরু পালন করলে লাভবান হবেন ১০০% ইনশাল্লাহ।

নিচের গরুটা কিন্তু শুধুমাত্র দানাদার আর UMS খেয়েই এমন মোটা হয়েছে কোন প্রকার ঘাস ফিড ছাড়াই 🥰

আসুন আমরা সবাই ইনভাইট করি নতুন সদস্য দের আমন্ত্রণ জানাই

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × two =