বিচারপতিদের জুতা নিক্ষেপ বিচার বিভাগের প্রতি জনগণের অনাস্থা ও ক্ষোভের বহিঃপ্রকাশ: মাসুদ হোসেন

0
93

নাগরিক মঞ্চ কর্তৃক আয়োজিত এক দফা দাবি আদায়ে কর্মপরিকল্পনা নির্ধারণে মতবিনিময় সভায় নাগরিক মঞ্চের সমন্বয়কারী ও বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন বলেন, দেশের বিচার বিভাগ ধ্বংসের দ্বারপ্রান্তে। বিচারের বাণী নিভৃতে কাঁদে। দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে। বিরোধী দলের নেতাকর্মী সহ সাধারণ শান্তিপ্রিয় জনগণের বিরুদ্ধে লক্ষ লক্ষ মিথ্যা মামলা, কারাগারগুলো টর্চারসেলে পরিণত হয়েছে।

অপরদিকে সাধারণ জনগণ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হাতে জিম্মি হয়ে পড়েছে। জনগণের ব্যবসা প্রতিষ্ঠান সহায় সম্পত্তি লুটে নিচ্ছে, হত্যা গুম করে আতঙ্ক সৃষ্টি করছে। মানুষের সর্বশেষ ভরসার স্থান বিচার বিভাগ। সেখানে গিয়ে মানুষ ন্যায় বিচার হতে বঞ্চিত হচ্ছে। জনগণ বিচার বিভাগের প্রতি আস্থাহীন হয়ে পড়েছে, যার ফলে আদালতের এজলাসে বিচারপতিদের উদ্দেশ্যে জুতা নিক্ষেপ করে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে জনগণ দিশেহারা।

একতরফা তফসিল ঘোষণা করে রাষ্ট্রযন্ত্রকে অবৈধভাবে ব্যবহার করে জনগণকে জুজুর ভয় দেখিয়ে আগামী ৭ই জানুয়ারি ভুয়া নির্বাচনী নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে, যা দেশকে আরো গভীর সংকটে নিপতিত করবে। ইতিমধ্যেই সরকার ২০২৪ সালে দুর্ভিক্ষের আশঙ্কা করছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে দেশ ও জনগণকে  রক্ষা করতে সকল বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে এসে এক দফার আন্দোলনকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে হবে।

সভায় নেতৃবৃন্দ নাগরিক মঞ্চের এক দফা দাবি আদায়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে সাত সদস্য বিশিষ্ট লিয়াজু কমিটি গঠন করেন। বক্তব্য রাখেন নাগরিক মঞ্চের সমন্বয়কারী ও দেশ প্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম, গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, দেশ রক্ষা আন্দোলনের চেয়ারম্যান সানোয়ার হোসেন, ইসলামী ঐক্য জোটের  সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা শওকত আমিন, ইসলামী জনতা পার্টি চেয়ারম্যান শেখ ওসমান গনি বেলাল, ইসলামী সমাজতান্ত্রিক দলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, গণতান্ত্রিক ঐক্যের চেয়ারম্যান রফিকুল ইসলাম আসাদ, গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোনেম, বাংলাদেশ গ্রীন পার্টির চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, নাগরিক মঞ্চের নেতা মোঃ শওকত হোসেন, মোহাম্মদ কমর উদ্দিন লিটন সহ জাতীয় নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × three =