ঘুমধুম সীমান্ত পয়েন্টে প্রবেশে নিষেধাজ্ঞায় মাইকিং

0
106

আব্দুল আলীম বাহাদুর, নাইক্ষ‌্যংছড়ি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের জিরো লাইনে জন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে ইউনিয়ন পরিষদের পক্ষ সতর্কতা মূলক মাকিং করা হয়েছে।

মঙ্গলবার ১৯-ডিসেম্বর সকাল ১১টার দিকে সীমান্তের জিরো লাইনের ভিতর স্হানীয়দের আসা-যাওয়া না করার জন্য বাজারে-বাজারে মাইকিং করে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে সীমান্তবর্তী এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে,মাইকিং করার পরও নিষেধাজ্ঞা অমান্য করে জিরো লাইনে অনেক স্হানীয় কৃষকরা কৃষিকাজে ব্যস্ত সময় পার করছে।

এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ’র কাছে জানতে চাইলে তিনি বলেন, মিয়ানমার অভ্যন্তরে সংঘর্ষ চলমান রয়েছে, সীমান্তবর্তী এলাকার জিরো লাইনে যেকোন মূহুর্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে আশংকায় পরিষদের পক্ষ থেকে মাইকিং করে স্থানীয়দের জিরো লাইনের পাশে আসা-যাওয়া না করার জন্য সতর্ক করা হয়েছে।

তিনি আরো বলেন, যদি কেউ অমান্য করে প্রবেশ করে দুর্ঘটনার কবলে পড়ে এর দায়ভার কেউ নিবে না,বরং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহনণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty − five =