চট্টগ্রামে ইয়ূথ দাবায় বালক বিভাগে  হায়াত ও বালিকা বিভাগে প্রিমা চ্যাম্পিয়ন হয়েছে

0
214

ক্রীড়া ডেস্ক:২০ ডিসেম্বর: চট্টগ্রাম জেলা ক্রীড়া  সংস্থা দাবা কমিটি ব্যবস্থাপনায় এই টুর্নামেন্টে বালক বিভাগে নাজমুল হায়াত সাত খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট এবং  বালিকা বিভাগে তাসফিয়া তাহসিন প্রিমা ৭ খেলায় ৭ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন. বালক বিভাগে সমান খেলায় ৫ পয়েন্ট নিয়ে ট্রাইবেকে এগিয়ে থাকায় প্রাঞ্জন বড়ুয়া ১ম  রানারআপ ও শুভ্রজিৎ মজুমদার ২য় রানারআপ গৌরব অর্জন করেন. বালিকা বিভাগে সানোয়ারা আকতার ৫ পয়েন্ট পেয়ে ১ম রানারআপ ও সাড়ে ৪ পয়েন্ট পেয়ে তাওহিদা বেগম ২য় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন. বিশ্ব দাবার নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কতৃক অনুমোদিত এই আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টি রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে আলাদা আলাদা ভাবে অনুষ্ঠিত হয়. খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন সিজেকেএস সহ সভাপতি মোঃ হাফিজুর রহমান. দাবা কমিটির যুগ্ন সম্পাদক রাকিব উল ইসলাম সাচ্চু সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক প্রকৌশলী এস এম তারেক এর  সঞ্চালনায়  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দীন শামীম ও যুগ্ম সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম,আরো উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর মুজিবুর রহমান, সাজিব বড়ুয়া টুটুল,দাবা কমিটির যুগ্ন সম্পাদক সৈয়দ আব্দুল আহাদ, সদস্য নুরুল আমিন।

চট্টগ্রামে শীর্ষ ইয়ুথ দাবাড়ু থেকে বাছাইকৃত ৮ জন বালক ও  ৮জন বালিকা নিয়ে  টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়. উভয় বিভাগের চ্যাম্পিয়ানদ্বয় ঢাকায় অনুষ্ঠিত জাতীয় ইয়ুথ দাবায় চট্টগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করিবে.  টুর্নামেন্টে চীফ আরবিটার হিসেবে প্রকৌশলী এস এম তারেক, ডেপুটি হিসেবে নুরুল আমিন, আরবিটার হিসেবে আসিফ মাহমুদ ।

৩দিন ব্যাপী অনুষ্ঠিত এই আন্তর্জাতিক রেটিং টুর্নামেন্টে অর্গানাইজার হিসেবে মহিলা ফিদে মাষ্টার তনিমা পারভীন ও পরিচালক হিসেবে সৈয়দ আব্দুল আহাদ দায়িত্ব পালন করে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

14 − eight =