বীর পুলিশ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

0
173

মীর সালাহউদ্দীন:স্বাধীনতার মহান স্থপতি,  সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর বজ্রদীপ্ত আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাক হানাদারদের সশস্ত্র আক্রমনের বিরুদ্ধে রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থানকারী বাংলাদেশ পুলিশের অসম সাহসী বীর সদস্যরা থ্রি নট থ্রি রাইফেল হাতে নিক্ষেপ করেছিল প্রতিরোধের প্রথম বুলেট। সূচনা হয়েছিল মহান মুক্তিযুদ্ধের।অপরিসীম ত্যাগের শানিত বিশ্বাসকে লালন করে প্রথম প্রতিরোধযুদ্ধ হতে দীর্ঘ নয় মাস বাংলাদেশ পুলিশ ছিল স্বাধীনতাকামী মুক্তির মিছিলের অগ্রভাগে।

দেশমাতৃকার মুক্তির লক্ষ্যে রেখেছে বীরোচিত অবদান। তৎকালীন পূর্ব পাকিস্তানের পঁয়ত্রিশ হাজার পুলিশ সদস্যের অর্ধেক সংখ্যক সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।শহিদ ডিআইজি মামুন আহমেদ,শহিদ এসপি এম. শামসুল হক,শহিদ এসপি মুন্সি কবির উদ্দিন আহম্মেদ,শহিদ এসপি শাহ আব্দুল মজিদসহ বিভিন্ন পদমর্যাদার প্রায় ১১ শত পুলিশ সদস্য মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেন। চট্টগ্রাম জেলায় কর্মরত তৎকালীন পুলিশ সুপার শহিদ এম.শামসুল হক,বিভাগীয় দূর্নীতি দমন কর্মকর্তা (পুলিশ) শহিদ নজমুল হক পিপিএম, আরআই আকরাম হোসেন, কোতয়ালী থানার ওসি আবদুল খালেক,টিআই এম. নুরুন্নবী চৌধুরীসহ বিভিন্ন পদমর্যাদার ৮১ জন পুলিশ সদস্য সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করে শহিদ হন।মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষ্যে  মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদ বীর পুলিশ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে শহিদ স্মৃতিস্তম্ভ ‘’জাগ্রত’৭১’‘ এ পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব নুরেআলম মিনা, বিপিএম(বার), পিপিএম।

অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব প্রবীর কুমার রায় পিপিএম (বার),অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) জনাব মোঃ মাহফুজুর রহমান, আরআরএফ,চট্টগ্রামের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) জনাব শাহজাদা মো: আসাদুজ্জামানসহ,পুলিশ সুপার (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব সঞ্জয় সরকার,পুলিশ সুপার (অপারেশনস্) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব নেছার উদ্দীন আহমেদ পিপিএম-সেবা,পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) জনাব সফিজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপারগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

thirteen − 6 =