পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বারি সরিষা-১৪ জাতের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত

0
89

মুহম্মদ তরিকুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বারি সরিষা-১৪ জাতের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরের দিনাজপুর অঞ্চল টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বুড়াবুড়ি ই্উনিয়নের প্রদর্শনী সংলগ্ন পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পাশে খোলা আকাশের নিচে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বুড়াবুড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য রবিউল ইসলামের সভাপতিত্বে উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত  পরিচালক  শস্য  কৃষি স¤প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা মোঃ শাহ আলম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন, ডিপিডি দিনাজপুর টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের মোঃ রাকিব, উপজেলা সম্প্রসারণ অফিসার মোঃ জীবন ইসলাম, ইউপি সদস্য মোঃ শামীম হোসেন প্রমূখ।

ভজনপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি মোঃ শাহ আলম মিয়া বিশেষ অতিথি মোঃ রাকিব ও জীবন ইসলাম তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্য রাখেন, বুড়াবুড়ি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক।

এসময় জনপ্রতিনিধি, দিনাজপুর অঞ্চল টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাধীন বুড়াবুড়ি টেকশই কৃষি উন্নয়ন গ্রæপের কৃষক-কৃষাণীসহ স্থানীয় প্রায় ১২০ জন কৃষক/কৃষাণী ও কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এতে সার্বিক সহযোগিতায় ছিলেন, দেবনগড় ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।

জানা যায়, প্রদর্শনী কৃষক আল আমিনের ২০শতক জমিতে বারি সরিষা-১৪ জাতকে কেন্দ্র করে এই মাঠ দিবস করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × 5 =