সন্দ্বীপে পিতৃ পরিচয়হীন ৮ মাসের মৃতশিশু প্রসব যুবতীর ধামাচাপা দিতে জানাযাবিহীন অজ্ঞাত স্থানে লাশদাফন

0
90

মো: হাসানুজ্জামান সন্দ্বীপি বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে পিতৃ পরিচয়হীন ৮ মাসের এক মৃতশিশু  ভূমিষ্ট হয়েছে । উপজেলার পৌরসভা ০২নং ওয়ার্ডের তালুকদার মার্কেট এলাকায় এমন ঘটনা ঘটে। ২৯ জানুয়ারি দিবাগত সন্ধ্যায় মৃতশিশুটি ভূমিষ্ট হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় এক যুবতী গত বছর প্রেমের সম্পর্কে জড়িয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিয়ের আশ্বাসে মেয়ে ও তাঁর পরিবার বিষয়টি গোপন রাখে। এক পর্যায়ে প্রসবের সময় ঘনিয়ে আসলে ছেলে ও তাঁর পরিবার মেয়েটিকে মেনে নিতে অস্বীকৃতি জানায়।

এতে লোকলজ্জার ভয়ে মেয়েটির পরিবার স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে তথ্য গোপন রেখে  ঔষধ খেয়ে বাচ্চাটি নষ্ট করে।  নাম ওঠে আসা  পল্লী চিকিৎসক মামা ডাক্তারের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি জানেন না বলে জানান। এক পর্যায়ে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের অকথ্য  ভাষায়  গালিগালাজ করেন।

সরেজমিনে আরও জানা যায়, প্রসবের দিন রাতেই একটি শালিসী বৈঠকের মাধ্যমে যুবতীর প্রতিবেশী মাহমুদ ওরফে কালু নামের এক যুবককে ২৫ হাজার টাকা ও মামা ডাক্তারকে ২০হাজার টাকা জরিমানা করে মেয়েটির চিকিৎসাবাবদ দেয়া হয়। এর পরই মৃতশিশুটিকে অজ্ঞাত স্থানে জানাযা ছাড়া কবর দেয়া হয়।

কালুর পরিবারের সাথে যোগাযোগ করলে তাঁর বোন পরিচয়ে এক মহিলা জানান, মেয়েটির চরিত্র ভাল না। সে বিভিন্ন সময় বিভিন্ন ছেলেদের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে ছিল। কমপ্লেক্স এলাকার এক সওদাগরের সাথে তাঁর অবৈধ সম্পর্ক ছিল। এখন আমার ভাইয়ের ঘাড়ে দোষ চাপাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে শালিসী বৈঠকে থাকা এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন,আমরা সমাজকর্ম করি। মৃতশিশু ভূমিষ্ট হওয়ার খবর পেয়ে স্থানীয়ভাবে বসে মেয়েটির চিকিৎসার কথা ভেবে কিছু টাকা  নিয়ে দিয়েছি।” বর্তমানে মেয়েটি চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।  

এ বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মো: কবির হোসেন  বলেন, বিষয়টি জানা নেই। কোন অভিযোগও পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।”

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two + sixteen =